- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হয়। ঈদের নামাজ সাধারণত খোলা মাঠে তথা ঈদগাহে পড়া হয়। তবে এরূপ স্থানের অভাবে বা আপৎকালে মাসজিদে ঈদের নামাজ আদায় করা যায়।
সময়সম্পাদনা
চোখের দেখায় সূর্য দিগন্ত থেকে আনুমানিক দুই মিটার উচ্চতায় পৌঁছালে ঈদের নামাজ পড়া হয়। জোহর নামাজের আগেই ঈদের নামাজ আদায় করতে হয়। সুন্নাত হিসেবে ঈদুল ফিতরের নামাজ কিছুটা দেরী করে এবং ইদুল আজহার নামাজ দ্রুত আদায় করা হয়। ইদুল ফিতরে ফিতরা প্রদান করতে হয়।
ঈদ সকালে কিছুটা সময় পাওয়া গেলে ফিতরা আদায়ে সুবিধা হবে। অন্যদিকে ঈদুল আজহায় ঈদের নামাজ সম্পন্ন করে আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানী করা হয়। সেজন্য ঈদের নামাজ যত দ্রুত সম্ভব আদায় করতে হবে। এই ব্যাপারে হাদিসে সুস্পষ্ট বিধান প্রদত্ব রয়েছে।
অতিরিক্ত তাক্ববিরসম্পাদনা
ঈদের নামাজে অতিরিক্ত ছয় কিংবা বারো তাক্ববির রয়েছে।
ছয় তাকবিরের ক্ষেত্রে প্রথম রাক্বাতের শুরুতে অতিরিক্ত তিন তাক্ববির এবং দ্বিতীয় রাক্বাতে অতিরিক্ত তিন তাক্ববির দিতে হয়। প্রথম রাক্বাতে ছানা পাঠের পর কানের লতি পর্যন্ত হাত তুলে পর পর তিন তাক্ববির বলতে হয়। দ্বিতীয় রাক্বাতে সুরা পাঠান্তে
রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত
তিন তাক্ববির বলতে হয়।
অতিরিক্ত তাক্ববির বলার পর
কানের লতি থেকে হাত
নামিয়ে আনতে হয়।
বারো তাক্ববিরের ক্ষেত্রে প্রথম রাক্বাতের শুরুতে অতিরিক্ত সাত তাক্ববির এবং দ্বিতীয় রাক্বাতের শুরুতে অতিরিক্ত পাঁচ তাক্ববির দিতে হয়। প্রথম রাক্বাতে ছানা পাঠের পর কানের লতি পর্যন্ত হাত তুলে পর পর সাতবার তাক্ববির বলতে হয়। দ্বিতীয় রাক্বাতে সুরা পাঠা শুরুর পূর্বে অতিরিক্ত পাঁচ তাক্ববির বলতে হয়।
খুৎবাসম্পাদনা
ঈদের নামাজে ইমাম কর্তৃক খুৎবা পড়া সুন্নত এবং মুসুল্লিদের খুৎবা শোনা ওয়াজিব। জুমার নামাজের ন্যায় প্রথমে বিষয় ভিত্তিক খুৎবা এবং পরে সানি খুৎবা পাঠ করতে হয়। খুৎবার মাধ্যমে ঈদের নামাজের সমাপ্তি হয়। সাধারণতঃ খুৎবার পরে দুয়া করা হয়।
Eid
er Namaz Porar Niom - ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত
**ঈদের নামাজ ঘরে পড়তে
চাইলে কয়েক জন মিলে পড়তে হবে।
নাওয়াইতু আন উছাল্লিয়া
লিল্লাহি তা আলা রাকয়া তাই ছালাতি ঈদিল আদ্বহা মায়া ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি
তা আলা ইক্কতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা বাতিশ শারীফাতি আল্লাহু
আকবার।
আমি ঈদুল ফিতর অথবা ঈদুল
আযহার দু রাকাত ওয়াজিব নামায ছয় তাকবিরের সাহিত এই ইমামের পিছনে কিবলামুখি হয়ে আদায়
করছি "আল্লাহু আকবার"।
প্রথম রাকাত
তাকবিরে তাহরিমা (দু হাত
কান পর্যন্ত তুলে "আল্লাহু আকবার") বলে হাত বেঁধে ছেড়ে না দিয়ে ছানা (সুবাহানাকা
আল্লাহুমা ওয়া বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়া তায়ালাজাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।)
পড়বেন। এরপর দু হাত কান পর্যন্ত তুলে "আল্লাহু আকবার" বলে হাত ছেড়ে দেবেন।
তারপর আবার দু হাত কান পর্যন্ত তুলে "আল্লাহু আকবার" বলে হাত ছেড়ে দেবেন।
তারপর তৃতীয়বার দু হাত কান পর্যন্ত তুলে "আল্লাহু আকবার" বলে হাত বেঁধে
নেবেন। অতিরিক্ত এই তিনটি তাকবিরের মাঝে তিন তাসবিহ তথা তিনবার "সুবহানাল্লাহ"
বলা যায় এই পরিমান সময় অপেক্ষা করা মুস্তাহাব। তারপর
আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ
পড়ার পর ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ে এর সঙ্গে অন্য একটি সুরা পড়বেন তার সঙ্গে মিলাবেন।
তারপর স্বাভাবিক নামাজের মতোই রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন।
দ্বিতীয় রাকাত
এরপর দ্বিতীয় রাকাতের জন্য
দাঁড়িয়ে বিসমিল্লাহ সহ ইমাম সাহেব কিরাত পড়বেন “আলহামদু ও অন্য একটি সুরা পড়বে
। কিরাত শেষ করে এরপর তিন বার কান পর্যন্ত হাত উঠিয়ে 'আল্লাহু আকবার' বলে হাত ছেড়ে
দেবেন। তারপর হাত না উঠিয়ে চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন এই ভাবে ঈদের নামায পড়তে
হবে। পরে স্বাভাবিক নামাজের মতোই নামাজ শেষ করবেন।
নামাজ শেষে ইমাম মিম্বারে
উঠবেন। পরপর ২ খুতবা পাঠ করবেন এবং মাঝখানে তিন আয়াত পড়া যায় এতটুকু সময় পরিমান
বসবেন, এই বসা সুন্নাত। এ সময় ইমামের খুতবা মনোযোগসহকারে শুনতে হবে।
eid er namaz porar
niom, eid er namaz porar niyom, eider namaz porar niom, mohilader eider namaz
porar niom, eid er namaz porar niom bangla, eider namaj, eider namaj porar
niom, eid er namaz, eider namazer niom, eid namaz porar niom, eider namaz,
eider namajer niom, ghore eid er namaj, eid ul fiter er namaj, eid ul fitr
namaz porar niom, eider namaz gore porar niom, kurbanir namaj porar niom, eid
er namaz shikkha, eid er namaj er niom, ঈদের নামাজ পড়ার নিয়ম, ঈদের নামাজের নিয়ম,
ঈদের নামাজ, ঈদের নামাজের নিয়ত,ঘরে ঈদের নামাজ পড়ার নিয়ম, বাড়িতে ঈদের নামাজ পড়ার
নিয়ম, ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, ঈদের নামাজ পড়ার নিয়ম, ঈদের নামাজ বাড়িতে পড়ার
নিয়ম, ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত, ঈদের নামাজের নিয়ম, ঈদুল আযহার নামাজের নিয়ত
ও নিয়ম, ঘরে ঈদের নামাজ, ঈদের নামাজ পড়ার নিয়ম বাংলা, ঈদের নামাজ পড়ার নিয়ম মহিলা,
ঈদের নামাজ পড়ার নিয়ম মেয়েদের, ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম, মহিলাদের ঈদের নামাজ
পড়ার নিয়ম, রোজার ঈদের নামাজের নিয়ত, eid ul fitr namaz er niyom, Eid ul adha
namaz er niyom
Comments
Post a Comment